[gtranslate]

বুথ থেকে স্বর্ন তোলাসহ দুবাইয়ের চোখ ধাধানো বিষয়,যা জানলে অবাক হবেন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৩, ২০২২, ৩:২০ অপরাহ্ণ / ১৯৩
বুথ থেকে স্বর্ন তোলাসহ  দুবাইয়ের চোখ ধাধানো বিষয়,যা জানলে অবাক হবেন-

সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই।প্রাচুর্য্য আর অট্টলিকায় ভরা এই দেশটি।বিশ্বের আধুনিক সব স্হপতি নিয়ে গড় ঊঠেছে এই দুবাই শহর।নান্দনিক একটি আধুনিক শহর এ দুবাই শহর।রয়েছে তেলের খনি।বিশ্বের নাম দামী গাড়ী থেকে শুরু করে কি নাই এই শহরে?

সব দেশে বুথ থেকে টাকা তোলা হলেও,দুবাই এর বুথ থেকে কার্ড ব্যবহার করে তোলা হয় স্বর্ন।রীতিমত অবাক করে দেয় বিশ্বকে।দুবাইতে উটের দৌড়ের প্রতিযোগিতা সেই আদিকাল থেকে।সেটা এখন রুপ নিয়েছে আরো আধুনিকতার ছোয়া নিয়ে।অর্থাৎ মানুষ দিয়ে নয়,ঊঠের প্রতিযোগিতা করানো হয় রোবট দিয়ে।শুনলে অবাক হবেন,দুবাই এ অপরাধী পাওয়া মুসকিল। কেননা অপরাধের জন্যে রাখা আছে কঠোর শাস্হির বিধান।
টেনিসে দুবাইয়ের নাম বিশ্বসেরা তালিকায় নাই।কিন্তু টেনিস নিয়ে এশহরের রেকর্ড রয়েছে।এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে ঊচু টেনিস রুম।যেটা বিশ্বের সবচেয়ে ঊচু দালান বুর্জে খলিফায় অবস্থিত।দুবাই এমন এক শহর যেখানে বিশ্ববিখ্যাত ব্যান্ডের ফেরারি,বিএমডব্লিউ গাড়ী পরিত্যক্ত অবস্হায় পড়ে আছে।
দুবাইয়ের মানুষ বনের পশুকে পোষ মানাতে ভালবাসে।তাই তারা হিংস্র প্রানী চিতাবাঘ নিয়ে রাস্তায় হাটে।বিশ্বের মধ্যে সবচেয়ে বিদেশী লোক বসবাস করে এই দুবাই শহরে।