বাংলাদেশী বালিকা ফাতিহা আয়াত।বয়স মাত্র ১০ বছর।বিশ্বের বিভিন্ন দেশে এই বালিকা ইসলামের আলো ছড়াচ্ছেন ।হার্ভাটসহ সহ বিশ্বে অনেক নামী-দামী বিশ্ববিদ্যালয়ে জলবায়ু ও শিশু অধিকার নিয়ে বক্তৃতা দিয়েছেন।জাতিসংঘেও সেই কথা বলেছে।তিনি বিশ্বের সব শিশুর জন্যে পানি শোধনাগার বানাতে চায়।
বিশ্বের বিভিন্ন দেশে যে কয়জন শিশু ইসলামী বক্তা আছে তার মধ্যে ফাতিহা আয়াত অন্যতম।ছোটবেলা থেকে তিনি কোরান মজিদ রপ্ত করেন।তার অসাধারন ইসলামী বক্তৃতা বিশ্বে সবার নজর কাড়ে।কুরান ও হাদীসের ঊপর যথেষ্ট জ্ঞান রয়েছে।সেই গনিত বিজ্ঞানে বেশ দক্ষ।তিনি তার বাবা মাকে নিয়ে আমেরিকার নিঊয়র্কে বাস করে।সে একটি আরবি মিডিয়া ইনিষ্টিটিঊটে পড়াশুনা করছে।বড় হয়ে সেই একজন প্রকৌশলী হতে চায়।ফাতিহা এখন বাংলাদেশের গৌরব,দেশের অহংকার।খবর RTV
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :