প্রযুক্তির দুনিয়ায়(Apple Co.) নাম বিশ্বব্যপি খুব জনপ্রিয়।মোবাইল এবং কম্পিউটার সংক্রান্তে প্রযক্তির বাজারে অনেক সুনাম অর্জন করেছে এই সংস্হাটি।কোম্পানির নাম যতবেশী অন্যন্য,ততবেশী(Apple logo)আলাদা রকমের।
আধ খাওয়া আপেল।এটাই কোম্পানী লগো।কিন্তু কেন এমন লগো?কেন কোন্পানী আস্ত একটি আপেল দিয়ে লগো তার করল না?
লগের মাধ্যমে অনেক সংস্হার জনপ্রিয়তা আন্দাজ করা যায়।কোন কোন কোম্পানী লগোতে নিজেদের নাম ও কোম্বপানীর বয়স তুলে ধরে।কিন্তু আপেলের ক্ষেত্রে তা পুরোপুরি ঊল্টো।লগো অসম্পুর্ন থাকার পরও সেটি অন্যরকম।
১৯৭৬ সনে যখন এই কোম্পানী প্রতিষ্ঠিত হয়,তখন লগো এ রকম ছিল না।আইজ্যাক নিউটনের লগো তার করা হয়েছিল এবং তার ঊপর একটা আপেল ঝুলছিল।কিন্তু ১৯৭৭ সনে লগো তৈরীর দায়িত্ব দেয়া হয় গ্রাফিক ডিজাইনার রব জ্যানফকে।
ঐ ডিজাইনার একটি আধ খাওয়া আপেল দিয়ে সংস্হার লগো ডিজাইন করেছিল।
আধ খাওয়া আপেল রাখার কারন সম্পর্কে ডিজাইনার বলেন,যতে লোকেরা সহজে বুঝতে পারে,এটি একটি আপেল॥এটি টমেটো বা চেরি নয়।
আ্যাপেলের প্রথম আপেল লগোটি রং ধনুর রং এর মত ছিল।জ্যানেফ আরো বলেন,তিনি এ লগোতে Vibgyor অনুসারে রং রাখেনি।১৯৯৮ সাল থেকে এখনো পর্যন্ত লগোর রং একই রকম আছে।কখনো সম্পুর্ন নীল,কখনো ধূসর।এখন আ্যপেলের লগোর রং কালো।
সূত্র- নিউজ ১৮
ছবি- সংগৃহীত
আপনার মতামত লিখুন :