[gtranslate]

বিশ্বের সবচেয়ে বেশী দেশের শিক্ষার্থী নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয় গিনিস বুকে-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ৭:১৭ অপরাহ্ণ / ১৮৫
বিশ্বের সবচেয়ে বেশী দেশের শিক্ষার্থী নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয় গিনিস বুকে-

ছবি- সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বেশী দেশের শিক্ষার্থী নিয়ে সৌদি আরবে নাম লেখাল সৌদি আরবের ঐতিহাসিক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়।।শ্রেনী কক্ষে বিভিন্ন দেশ ও জাতির শিক্ষার্থীর ঊপস্হিতির দিক থেকে এ রেকর্ড অর্জন করল বিশ্বের অন্যতম ইসলামী  এই শিক্ষা প্রতিষ্ঠানটি।সৌদি প্রেস এজেন্সী এ তথ্য নিশ্চিত করে।

সংবাদ  সংস্হাটি জানায়,মদিনা বিশ্ববিদ্যালয়ের সবকটি বিভাগে ১৭০ টিরও বেশী দেশের বিশ হাজারও অধিক শিক্ষার্থী পড়াশুনা করে।এর আগেও ২০১৭ সনে একই কারনে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তরভূক্ত করা হয় বিশ্ববিদ্যালয়টি।

এ ঊপলক্ষে মদিনা ইসলামী বিশ্ববিদ্যায়ের প্রসিডেন্ট ডঃ মামদুহ বিন সাঊদ বিন সানয়ান আলে সাঊদকে নতুন করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সম্মনা প্রদান করা হয়।

বিডি টুডে নিঊজ