ছবি-সংগৃহীত
প্রতিবেশী দেশ দুবাইকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ভবন নির্মান করতে যাচ্ছে সৌদি আরব।বিশ্বকে তাক লাগিয়ে দিতে যাচ্ছে দেশটি।প্রকল্পটির আওতায় আছে একাধিক উঁচু ভবন।একেকটি ভবনের উচ্চতা হবে পাঁচশ মিটার।প্রকল্পটি নিওম মেগাসিটি নামে পরিচিতি পাবে।
নিওম এর সিও নাদমি আল নাসর বলেন,ভবনগুলোর নির্মান শৈলী সবাইকে অবাক করবে।ভবনগুলোর উচ্চতা দেখে সবাই চমকে যাবে।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :