[gtranslate]

ইসলামী বিশ্বের চতুর্থ পবিত্র শহর শানলিঊরোফা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৪, ২০২২, ৩:৩১ অপরাহ্ণ / ৭৫
ইসলামী বিশ্বের চতুর্থ  পবিত্র শহর শানলিঊরোফা-

ইসলামের পবিত্রতায় শীর্ষ তিন শহর যথাক্রমে মক্কা,মদীনা ও আল আক্সা(জেরুজালেম)এর বাইরে আরেকটি শহর শানলিউরফা।যা নবীদের শহর নামেও পরিচিত।

শানলিউরফা দক্ষিন পূর্ব তুরুস্কে অবস্হিত ঐতিহাসিক এক শহর,যেখানে আজও ধর্মীয় ও প্রাচীন কালের বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েয়ছে

কাতার ভিত্তিক গনমাধ্যম আল জাজিরা সিরিয়া সীমান্তবর্তী এ শহরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

আরব ঐতিহাসিক আবুল ফারাজের মতে,আল্লাহর নবী হযরত নূহ (আ:)এর প্রলংকাবী বন্যার পরে পৃথিবীতে যে সাতটি জনবসতি গড়ে ঊঠে তার মধ্যে শানলিউরোফাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ।

হযরত ইব্রাহিম,হযরত লুত,হযরত ইয়াকুব,হযরত ইলিয়াস,এবং হযরত শোয়াইব(আ) জীবনের অধিকাংশ সময় এ শহরে কাটিয়েছন।শুধু মুসলমান নয়,অন্যন্যা ধর্মালম্বীদের নিকটও এ শহরটি গুরুত্বপূর্ণ।তারা এটিকে তীর্থ ভুমি মনে জেয়ারতে আসেন।