[gtranslate]

বিশ্বনবী সাঃ কে কটুক্তি-জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবী আলেমদের


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ১২, ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ / ২০০
বিশ্বনবী সাঃ কে কটুক্তি-জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবী  আলেমদের

ছবি- সংগৃহীত

 

ভারতে বিশ্বনবী সাঃ ও ঊম্মুল মোমেনিন হযরত আয়শা রাঃ নিয়ে কটুক্তির প্রতিবাদে মহান জাতীয় সংসদের চলতি অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনা ও ভারতীয় কমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোরর আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জের আলেমরা।

শনিবার গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে  এই ইস্যুতে ঐতিহাসিক গওহর ডান্গা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এক মানববন্দন থেকে এ দাবী জানানো হয়।জেলার বিশিষ্ট আলেমের পক্ষে এই দাবী ঊপস্হাপন করেন মানব বন্ধনের সভাপতি আল্লামা শামসুল হক ফরিদপুরী,পৌত্র মুফতি ঊসামা আমিন।

বিডি টুডে নিঊজ