ছবি-সংগৃহীত
ব্রাজিলের চৌকষ এক বিমান বাহিনীর কর্মকর্তার নাম জন লুক ডি কিয়ারা।তিনি ক্যাথলিক খ্রীষ্টান ছিলেন।তিনি নিজ থেকে ইসলামী বই পড়তে শুরু করলেন।নিজ ধর্মের সাথে তুলনামূলক আলোচনা শুরু করল বিজ্ঞ মুসলিমদের নিকট।বিভিন্ন মুসলিম ভাইদের সাথে আলোচনা শুরু করল।সবকিছু যাচাই বাচাই করে তিনি বুঝতে পারল ইসলামই সবকিছুর সমাধান।তিনি ইসলামী শিক্ষায় মুগ্ধ হলেন।
রাসূল(সাঃ) এর জীবনী পড়লেন।রাসূল(সাঃ) এর অসাধারন চরিত্র এবং ব্যক্তিত্ব দেখে তিনি মুগ্ধ হলেন।তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহন করলেন। শুধু তাই নয়,এখন সবাইকে শ্বাশত এই শান্তির ধর্মের প্রতি আহবান জানান।
নিজের ইসলাম গ্রহনে ব্যপারে জন লুক ডি কিয়ারা জানান,তিনি ব্রাজিলের সর্ববৃহৎ শহর সাও পাওলোত থাকতেন।এ সময় রাসুল(সাঃ) এর সাদাসিধে জীবন ও অন্যন্য ব্যক্তিত্ব তাকে আকৃষ্ট করে।মানুষের সাথে রাসূল(সাঃ) এর ঊঠা বসা তার শিক্ষা ও ঊত্তম চরিত্রে তিনি মুগ্ধ হন।
জন লুক ডি কিয়ারা আরো জানান,অনুরুপ ভাবে আল্লাহর বানী পবিত্র কুরানুল করিমও তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলেন।তিনি মনে করেন,প্রতিটি মানুষের জন্যে তাতে উপদেশ আছে।
তিনি বলেন,কুরাআনের মধ্যে সূখী ও আদর্শীক জীবনের সন্ধান পেয়েছি।আমি এখনো অনুভব করি,যেদিন আমি কালিমায়ে শাহাদাত পাঠ করেছিলাম,সেদিনটি আমার কাছে মনে হয়েছিল,আমি হয়তো মাত্রই জম্ম গ্রহন করেছি।
সূত্র-মুসলিম এরাঊন্ড দ্যা ওয়ার্ল্ড
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :