ছবি-সংগৃহীত
দুই বছরেরও বেশী সময় পর প্রথমবারের মতো ভারত শাসিত জম্মু ও কাশ্মির সফরে গেছেন সেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মূলত ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মির রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে দুঁইটি পৃথক ও কেন্দ্র শাসিত অন্চলে বিভক্ত করার পর রোববারই প্রথম গেলেন তিনি।তবে মোদির সফরের আগেই জন্নুতে ফের বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়।মোদিকে স্বাগত জানাতে হাজার হাজার লোক জড়ো হয়েছে।
মূলত ভারতের জাতীয় পন্চায়েত রাজ দিবস ঊপলক্ষে রোববার কাশ্মীর সফর করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদী।তৃনমূলের গনতন্ত্রকে স্মরন করতে ভারতে এই দিবস পালন করা হয়।
সূত্র- এনডি টিভি নিঊজ
বিটি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :