[gtranslate]

বিমানবন্দরে করোনা টেষ্টের বাধ্যবাধকতা প্রত্যাহার


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২২, ৬:৪৮ অপরাহ্ণ / ৫৩
বিমানবন্দরে করোনা টেষ্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

সংযুক্ত আমিরাত গামী যাত্রীদের বিমানবন্দর ছাড়ার ৬ ঘন্টা পূর্বে  আরটি পিসি আর টেষ্ট করার বাধ্যবাধককা প্রত্যাহার করা হয়েছে।মংগলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের(বেবিচক) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।মংগলবার সকাল ১০ টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়।

এর আগে ১৭ই ফ্রেবুয়ারী করোনা  সম্পর্কিত জাতীয় পরামর্শ কমিটি(এনটিসি)বাংলাদেশে আসার কমপক্ষে ১৪ দিন আগে সম্পূর্ন টিকা নেয়া এবং ভ্রমনকারীদের জন্যে আগমন পরবর্তী পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে।