[gtranslate]

বিবেকবান ডলফিন,যার বুদ্ধি বিচারে মানুষের পরে স্হান-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১০, ২০২২, ৭:১৭ পূর্বাহ্ণ / ২৪৩
বিবেকবান ডলফিন,যার বুদ্ধি বিচারে মানুষের পরে স্হান-

ডলফিন কি?সাগরের প্রানী।যার বুদ্ধি বিচারে মানুষের পরে ডলফিনের স্হান।এই প্রানীর শরীর ও মগজের অনুপাত মানুষের কাছাকাছি।একদল মানুষের বিশ্বাস,একসময় ডলফিনের পূর্বপুরুষেরা স্বল্প বাস করতো।পরে এরা এক অজানা কাকে পানিতে বাস করা শুরু করে।

 

ডলফিনের একটি দারুন বৈশিষ্ আছে।যা রীতিমত মানুষকে অবাক করে।ডলফিন যেকোন সময় মানুষের মত ভাবতে পারে আবার সে ভাবনাকে কাজে লাগাতে পারে।অনেক বিষয় সে রপ্ত করতে পারে এবং তা শিখতে পারে।মানুষ ছাড়া কোন প্রনীই মানুষের মত শিখতে পারে না।এ বিষয়ে খেলার কথা ঊল্লেখ করা যায়।এ প্রানী খেলতে খুব পছন্দ করে।অনেক খেলাই এ প্রানী সহজেই শিখতে পারে।অনেক দেশে খলার স্কুল আছে।এ স্কুলে মানুষ পড়ে।মানুষরাই এ স্কুল পরিচালনা করে।

ডলফিনের অনুভূতি অবাক করার মত।এদের মাঝ মানুষের মত ভালবাসা আছে।আছে বন্ধুত্ব।কোন ডলফিন আহত হলে অন্যেরা সাহায্যের জন্যে এগিয়ে আসে।বাচ্চা দানের পর মা বাচ্চাকে দুধ পান করায়।মা বাচ্চা ডলফিনকে কয়েকসপ্তাহ নিজের কাছে রাখে।শিকারে রপ্ত হলে ছেড়ে দেয়।

শত শত বছর ধরে ডলফিন মানুষের উপকার করে আসছে।কোন নতুন নাবিক অচেনা দ্বীপে পৌঁছানোর জন্যে ডলফিনের শরণাপন্ন হয়।নাবিকরা এতে সফলও হয়।ডলফিন দুই দশমিক ৫০ মিটার পর্যন্ত বড় হয়।ওজন হয় ১০০ কিলোগ্রাম। মাছ ডলফিনের প্রধান খাদ্যে।এরা দিনে ৩০ কেজির মত মাছ খায়।মাছ শিকারেও এরা দক্ষ।বংগোপ সাগরে অনেক ডলফিনের বসবাস। করে।

ছবি- সংগৃহীত