[gtranslate]

বিনিয়োগ গ্রহন ও নবায়নে যোগ্যতা শিথিল করল বাংলাদেশ ব্যাংক-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৪, ২০২২, ২:৫৬ অপরাহ্ণ / ২৫০
বিনিয়োগ গ্রহন ও নবায়নে যোগ্যতা শিথিল করল বাংলাদেশ ব্যাংক-

ব্যাংক থেকে নতুন ঋন গ্রহন ও নবায়ন এর যোগ্যতা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।আগে ঋন পরিশোধের যোগ্যতার মাপকাঠি ছিল কমপক্ষে ৬০ ভাগ নম্বর।আর এখন তা ৫০ ভগে নামিয়ে আনা হয়েছ।

জানা গেছে,করোনাভাইরাস এর প্রাদুভাপ বেড়ে যাওয়ায় ২০২০ সালের মার্চের পর ব্যবসা বানিজ্য স্হবির হয়ে পড়ে।অনেকেই মন্দার ধকল কাটতে না পেরে বানিজ্য বন্ধ করে দেন।অর্থনৈতিক গতি স্বাভাবিক রাখতে প্রনোদনা ঘোষনা করা হয়।যার মাধ্যমে গত বছর এক লাখ কোটির ঊপরে খন বিতরন করে ব্যাংক গুলো।এসব বিবেচনায় নিয়ে ঋন পাওয়ার যোগ্যতা শিথিল করে কেন্দ্রীয় ব্যাংক।পাশাপাশি আইসিআরআর বিবেচনায় রেটিং ৭৫ এর বেশী পেলে “চমৎকার “,৬৫ এর বেশী এবং ৭৫ এর কম পেলে ভালো,”৫৫ এর বেশী এবং ৬৫ এর কম নম্বর পেলে প্রান্তিক”,এবং ৫৫ এর নীচে নম্বর পেলে “অগ্রণযোগ্য”রেটিং দেয়া হবে।তবে কোন গুনগত রেটিং যতই পাক না কেন,পরিমাণগত রেটিং ৬০ শতাংশ নম্বর না পেলে তাকে“অগ্রহণযোগ্য”রেটিং দেয়া হবে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়।