[gtranslate]

বিদ্যুৎ এর স্বয়ংসম্পু্র্নতা কথা বলে হারিকেন ধরিয়ে দিয়েছে সরকার-গয়েশ্বর


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২২, ৭:৪৫ পূর্বাহ্ণ / ১৮৭
বিদ্যুৎ এর স্বয়ংসম্পু্র্নতা  কথা বলে হারিকেন ধরিয়ে দিয়েছে সরকার-গয়েশ্বর

ছবি-সংগৃহীত

সরকার জনগনের নিকট হারিকেন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে  বিএনপির স্হায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রাায়।

শনিবার (৩০ জুলাই) নগরীর পুরাতন রেল ষ্টশন চত্বরে সারাদেশ্ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্হাপনার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন,বর্তমান সরকারকে বিদায় করতে ২০১৪ সালের মত আন্দোলনের দরকার নাই।তারচেয়ে অনেক কম আন্দোলনেও সরকার নদীর পানিতে ভেসে যাবে॥তীরে উঠার কুল কিনারা পাবে না॥আমরা সরকার বিরুদ্ধে হরতাল দিচ্ছি না অনেক বছর।হরতাল কিন্তু সাংবিধানিক অধিকার॥অবরোধ সাংবিধানিকে অধিকার।হরতাল ,অবরোধ করলে কোথায় যাবেন ,কোথায় থাকবেন তার ঠিকানা আগেই বুকিং করুন।অনেকে এখন নিরাপদ অভয়ারন্যে হিসেবে কানাডায় পাড়ি জমিয়েছেন।গত দশ বছরের মধ্যে যারা ইউরোপে আশ্রয় নিয়েছেন তারা এদেশের সম্পদ লুটেরা ও অর্থ পাচারকারী।পালাবে কোথায় ধরিয়ে এনে বিচার করা হবে।

গয়েশ্বর আরো বলেন,ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বলেছেন শতভাগ বিদ্যুৎ ঊৎপাদন করবেন।সে জন্যে রাতারাতি কুইক রেন্টাল করলেন।কুইক রেন্টালের মাধ্যমে কুইক কমিশনে বিদেশে ১০ লক্ষ কোটি টাকা পাচার করেছে।অবৈধ টাকা বৈধভাবে দেশে আনার কথা বলেছেন।কিন্ত এটা কি সম্ভব?নাকি জনগনকে বোকা বানাচ্ছেন?মনে রাখেন,পাচারকৃত অবৈধ টাকা বৈধ ভাবে দেশে আনা অসম্ভব।জনগন না বুঝলেও আমরা বুঝি।

গয়েশ্বর বলেন,এই জালিম সরকারে দাম ক্রমান্বয়ে কমছে।শেয়ার বাজারে ধব্স নেমেছে।সংক্ষিপ্ত আন্দোলনে সরকার সংক্ষিপ্ত সময়ে চলে যাবে।

বিডি টুডে নিঊজ