[gtranslate]

বিদেশে পাচারকৃত অবৈধ টাকা দেশে আনা হবে—অর্থমন্ত্রী


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ২৬, ২০২২, ৯:৩৭ অপরাহ্ণ / ১৯৩
বিদেশে পাচারকৃত অবৈধ টাকা দেশে আনা হবে—অর্থমন্ত্রী

ছবি- সংগৃহীত

ট্যাক্স শোধ করে বিদেশে পাচার করা টাকা বৈধ পথে দেশে আনার সুযোগ মিলবে এবার বাজেটে।বিষয়টি  জানিয়েছেন,অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

বৃহস্প্রতিবার দুপুরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,ইন্দোনেশিয়া যখন এমন একটি সুযোগ(সাধারন ক্ষমা) ঘোষনা করল তখন অনেক টাকা বিদেশ থেকে দেশে ফিরে এসেছে।আমরাও বিশ্বাস করি,এদেশ থেকে যারা বিদেশে টাকা নিয়ে গেছে,তারাও এ সুযোগটি কাজে লাগাবে।তাদের জন্যে এটি অত্যন্ত ভাল একটি সুযোগ।এধরনের সুযোগ বিভিন্ন দেশ দিয়ে থাকে।

তিনি বলেন,এটি আপনারা বাজেটে পাবেন।বিদেশ থেকে পাঁচ হাজারো অধিক টাকা বিদেশ পাঠানোর ক্ষেত্রে কোন ডুকুমেন্টস লাগবে না।আমরা চাচ্ছি,বিভিন্ন কালো টাকা এদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে চলে গেছে,তা আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারি।দেশের প্রচুর টাকা এখন কানাডার বেগমপাড়ায়।কানাডা এখন দূর্নীতিবাজদের নিরাপদ অভয়ারন্য।কালো টাকা দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা কোন ধরনের ছাড় দিবো না।সরকার এ ব্যপারে অনেক সিরিয়াস।বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের আলোচনা অব্যাহত আছে।এসব  কালো টাকা কিভাবে দেশে ফেরত আনা যায় আমরা তার একটি পরিকল্পনা গ্রহন করি।কিছু দূর্নীতিবাজ দেশের অর্থ লুট পাট করে অতি নিরবে দেশ ত্যাগ করেছে।সরকার ইতিমধ্যে তাদের ব্যপারে কঠোর পদক্ষেপ নিয়েছে।এসবের তালিকা হচ্ছে।

বাজেট সংসদে ঊপাস্হাপিত হওয়ার আগ পর্যন্ত আমরা কিছুই বলতে চাই না।যখন কার্যকর ব্যবস্হা গ্রহন করা হবে,সেটি বাংলাদেশ ব্যাংক থেকে হবে।বাংলাদেশ ব্যাংক যখন সার্কুলার ইস্যু করবে আপনারা তখন জানতে পারবেন।

বিডি টুডে নিঊজ