[gtranslate]

বিজেপি নেত্রী নূপুর শর্মার প্রতি ভারতীয় পুলিশের মায়া কান্না!


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ২, ২০২২, ৯:২৬ পূর্বাহ্ণ / ১৬১
বিজেপি নেত্রী নূপুর  শর্মার প্রতি ভারতীয় পুলিশের মায়া কান্না!

ছবি- সংগৃহীত

শুক্রবার ভারতীয় সূপ্রিম কোর্টের ভৎসনার মূখে পড়েছে নূপুর শর্মা।সমালোচনার মূখে ভারতীয় পুলিশও।টেলিভিশনের এক বিতর্ক সভায় মহানবী সাঃ কে নিয়ে কটুক্তির জের ধরে ভারতসহ বিভিন্ন দেশে আগুন জ্বলছে বলে অভিযোগ আছে।যার জেরে বিভিন্ন জায়গায় দায়ের হয়েছে গুচ্ছ গুচ্ছ এফআইআর।ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মূখপাত্র(সাময়িক বরখাস্ত)নূপুর শর্মাকে পুলিশ আদৌ গ্রেফতার করবে কিনা তা নিয়ে এখনো সন্দেহ বিরাজ করছে।

সূত্রের দাবি ,নূপুরের বিরোদ্ধে পদক্ষেপ গ্রহন নিয়ে শুক্রবার সারাদিন ধরে বৈঠক বসেছে পুলিশ কর্মকর্তারা।যদিও দিল্লী পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মলহোত্র জানিয়েছেন,১৮ জুন ভারতীয় দন্ড বিধির ৪১ এ ধারায় নূপুর শর্মাকে নোটিশ পাঠানো হয়েছে।পুলিশ তার বয়ানও রেকর্ড করেছে বলে জানিয়েছে তিনি।তবে এ নোটিশের পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হননি নূপুর।নূপুরকে তীব্র ভৎসনা করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট।সেই সাথে দিল্লী পুলিশকে ছেড়ে কথা বলেনি বিচারপতিরা।দিল্লী পুলিশের প্রশ্ন? ভারতীয় পুলিশ কি করেছে?ঐ টিভি বিতর্কের কি প্রয়োজন ছিল?

সূত্র-আনন্দবাজার পত্রিকা

বিডি টুডে নিঊজ