[gtranslate]

বিচারককে মারধর এর মামলায় প্রধান আসামীর জামিন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২২, ১২:২২ পূর্বাহ্ণ / ২৪১
বিচারককে মারধর এর মামলায় প্রধান আসামীর জামিন-

বিচারককে গাড়ীর ধাক্কা দিয়ে ঊল্ঠো তাকে মারধর এর ঘটনায় প্রধান আসামী রানা মুর্তুজা জামিন পেয়েছেন।

বৃহস্প্রতিবার(৭ ই এপ্রিল)চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক মোং আমিরুল ইসলাম এ আদেশ দেন।

চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পিপি এডভোকেট মোম ইউসুফ বলেন,ঊভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি রানার জামিন মন্জুর করেন।এর আগে তিন আসামি জামিন পান।এখন আসামি রানা জামিন পাওয়ায় অন্য সব আসামি জামিন পেলেন।

গত ১৪ ই ফ্রেবুয়ারী রাত ১০ টার দিকে নগরীর জিউসের মোড়ে ম্যাজিষ্ট্যাট দম্পতি ঊপর হামলার ঘটনা ঘটে।বিচারক অলি ঊল্লাহ ও তার স্ত্রী জিংসির মোড়ে একটি রেস্টুরেন্ট এর সামনে দিতে হেটে যাচ্ছিল।এ সময় একটি প্রইভেটকার পিছন দিকে হর্ন বাজাতে থাকে।
অহেতুক হর্ন বাজাতে নিষেধ করলে তারা তর্কে জড়ি পড়ে।
এক পর্যায়ে বিচারক দম্পতির ঊপর তারা হামলা চালায়।তাদেরকে হাতে ও বুকে আঘাত করে।

এ ঘটনার ওই রাতে চীন মেট্টোপলিটন ম্যাজিষ্ট্যাট বাদী হয়ে পাঁচলাইশের থামায় একটি মামলা করেন।মামলায় চারজনকে আসামীকে আটক করে পুলিশ।

বিডি টুডে নিউজ-