[gtranslate]

বিএসসির ভূল সিদ্ধান্তের কারনে নাবিকের মৃত্যু-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৪, ২০২২, ৬:৪৪ অপরাহ্ণ / ২৮৩
বিএসসির ভূল সিদ্ধান্তের কারনে নাবিকের মৃত্যু-

ইউক্রেনে(যুদ্ধক্ষেত্র)জাহাজ পাঠানোই ভুল ছিল বলে মন্তব্য করেছে,নাবিকের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোশিয়েশন।
সংগঠনটি বলেছে,বিএসসি সিদ্ধান্তের মাঝে দাহিত্বহীনতার পরিচয় বহন করে।তাদের ভুল সিদ্ধান্তের কারনে একজন নাবিকের প্রানহানি হয় এবং আরো ২৮ জন নাবিক এখনো মৃত্যু ঝুকিতে আছে।

শুক্রবার সকালে চট্রগ্রামের আগ্রবাদে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পেশ করে সংগঠনের সাধারন সম্পাদক মো সাথাওয়াত হোসেন।সংগঠনের সহসভপতি মাহাবুবর রহমান এবং সহ সাধারন সম্পাদক ইফতেখার আহমেদ এত উপস্হিত ছিলেন।

সমবাদ সম্মেলনে নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবী জানানো হয়।নিহিত নাবিক হামিদুর রহমানকে রাষ্ট্রীয় বীর ঘোষনার দাবী জানানো হয়।এ ছাড়া হামলায় জাহাজটিকে ধ্বংসের হাত থেকে সম্পুর্ন রক্ষায় বিরোচিত কাজের জন্যে রাষ্ট্রীয় সম্মানা ও পুরুস্কার প্রদানের দাবী জানানো হয়।

এ ঘটনায় ঊচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবী জানানো হয়।গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে ইউক্রেনের অলিভিয়া বন্দরে রাখা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপনাস্ত্র হামলা হয়।

গতকাল বৃহস্প্রতিবার ইউক্রেনে বসবাসরত একটি দল নাবিকদেরকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নেয়া হয়।ব্যবসায়ী দলের সাথে সংগঠনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌং এর যোগাযোগ হয়।