[gtranslate]

বায়তুল মোকারম জাতীয় মসজিদের নতুন খতিব-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২২, ১:১১ পূর্বাহ্ণ / ২২৪
বায়তুল মোকারম জাতীয় মসজিদের নতুন খতিব-

মুফতি রুহুল আমিন।ছবি- সংগৃহীত

আল্লামা মুফতি রুহুল আমিন।পিতা মুজাহিদে আজম আল্লামা সামশুল ফরিপুরী(রাহ.)।তিনি ১২ ই মার্চ ১৯৬২ সনে গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া ঊপজেলায় গওহর ডান্ঘায় জন্মগ্রহণ করেন।ঐতিহ্যবাহী গওহর জাংগা মাদ্রাসায় প্রথমিক শিক্ষাসহ হিফজ শেষ করেন।

এরপর তিনি দাওয়াহ এ হাদীস ও ইফতায় উচ্চতর ডিগ্রী লাভ করেন।তিনি ২০০৩ সাল থেকে দেশের অন্যতম ঐতিহ্যবাহী গওহর ডাংগা মাদ্রাসার মুহাতামিম হিসেবে দায়িত্ব পালনকরে আসছেন।তিনি কর্মী মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের সভাপতি ও কওমী মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি আলহাইয়াতুল ঊলায়ার সম্মানিত সদস্য।তিনি তার বাবার
প্রতিষ্ঠিত সমাজগঠন মূলক সংগঠন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির।ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্ণমেন্টস এর সম্মানিত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের সাবেক মহাসচিব ছিলেন।

তিনি দেশের বিভিন্ন শরীয়া সুপারভাইজারি কমিটির দায়িত্ব পালন করছেন।তিনি ফতোয়া বৈধতার রায়ে দেশের শীর্ষ আলেম হিসেবে অ্যামিকাস কিউরি হিসেবে আদালতকে সহযোগীতা করেন।

বিডি টুডে নিউজ ডেস্ক-