সংগৃহীত
পবিত্র রমজান মাসে বাবর রুহের মাগফেরাত কামনায় মসজিদ নির্মান করলেন পাকিস্তানী অভিনেত্রী মানশা পাশা।মরহুম বাবা ডা.তারিক পাশার স্মৃতিচারন ও মাগফেরাত কামনায় নতুন মসজিদ নির্মান করেছেন বলে জানালেন তিনি।
তিনি বলেন, এটি সাদকায়ে জারিয়া ।মৃত ব্যাক্তির জন্যে অতিব ঊত্তম একটি কাজ।এবং শরীয়ত স্বীকৃত।মৃত ব্যাক্তির পক্ষ থেকে দান সাদকা ব্যতীত অন্য কিছু শরীয়ত অনুমোদন করে না।তাই আমি বিজ্ঞ আলেমদের পরামর্শে এ মসজিদ নির্মান করি।
শনিবার ইনষ্টাগ্রামে মানশা পাশা মসজিদটির ছবি শেয়ার করে ভক্তদেরকে এ সংবাদ দেন।
শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন যে,পবিত্র রমজান মাসে আমরা আমাদের বাবার স্মৃতিচারনের জন্যে একটি মসজিদ নির্মান সম্পন্ন করলাম।এটি করাচী শহর থেকে চার ঘন্টা দূরত্বের একটি গ্রামে নির্মিত হয়েছে।
মানশা বলেন,আমার পরিবারের ঐসব কর্মীদের নিকট আমি বিশেষভাবে কৃতজ্ঞ যারা কঠোর পরিশ্রম করে কাজটি রমজান মাসে শেষ করেছে।
একই সাথে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,আপনাদের দোআ, সহযোগীতা ও অনুগ্রহের শুকরিয়া আদায় করেছি।আমরা সব সময় আল্লাহর প্রতিও কৃতজ্ঞ যে,তিনি আমাদের এই মহত কাজ করার সুযোগ ও অর্থ দিয়েছেন।
সর্বশেষ মানশা পাশা সবার নিকট অনুরোধ করে বলেছেন,আপনারা মেহেরবানি করে আমার বাবার জন্যে দোআ করবেন।যেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন।
সুত্র-এক্সপ্রেস নিঊজ
বিডি টুডে নিঊজ
(একটি ইসলামিক মিডিয়া)
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :