পাকিস্তানের এক সময়ের দুদান্ত ক্রিকেট খেলোয়াড় ও বর্তমান জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসূফের নিকাহ সুসম্পন্ন হয়।শুক্রবারের মেয়ের বিবাহ সংক্রান্ত টুইটারে একটি ছবি শেয়ার করেন তিনি।
ছবিতে দেখা গেছে,চেহেরা পর্দায় আবৃত মেয়ের মাথায় হাত রেখে মলিন মূখে দাড়িয়ে আছেন,পাকিস্তানের সাবেক এই ক্যাপ্টেন।
ওই ছবির করাপশনে মেয়েকে ঊদ্দেশ্য্ করে আবেগঘন একটি কবিতা লিখেছেন ইউসূফ।যা এখন সামাজিক গনমাধ্যমে ভাইরাল হয়েছে।
ইউসূফ ইয়েহানা থেকে ইসলাম গ্রহন করে মোহাম্মদ ইউসূফ হয়ে যাওয়া এই খেলোয়াড় লিখেন,
”অবশেষে আমার পুতুল(বাচ্চা),তোমার বিদায়ের দিন চলে এলে।”
তোমার কাটানো শৈশব আমার চোখের কোনে ভেসে আসছে।
এইতো কালকেরই কথা, তুমি ছোট্ট একটি পুতুল ছিলে।
আমার অংগনে তোমার স্মৃতি ও কথাবার্তা বাজতে থাকবে।
বিদায়বেলায় শুভেচ্ছা নিও,শুভ বিদায়।
বাবার দৃষ্টি থেকে নিজের বাড়িতে যাও,শুভ বিদায়।
হে আমার চোখের আলো মেয়ে,আজ শুভ বিদায়।
বিয়ের সংবাদ টুইটারে জানানোর পরে ইউচুফের মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন,পাকিস্তানের সর্বস্তরের জনগন।বিরোধী দলীয় নেত্রী মরিয়াম নওয়াজ থেকে শুরু করে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আছেন এই তালিকায়।
ছবি- টুইটার
আপনার মতামত লিখুন :