[gtranslate]

বান্ধবী সোফিয়ার চেষ্টায় ইসলাম ধর্ম গ্রহন করলেন,ডাচ ফুটবলার-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৫, ২০২২, ৪:৫২ অপরাহ্ণ / ২০৩
বান্ধবী সোফিয়ার চেষ্টায় ইসলাম ধর্ম গ্রহন করলেন,ডাচ ফুটবলার-

ইসলাম ধর্ম গ্রহন করেছেন ইতালিয় সাবেক ডাচ ফুটবলার এসি মিলানের সাবেক ফুটবলার ক্লারেন্স সির্ডফ।

গত শুক্রবার নিজের ইন্সটাগ্রাম একাউন্টে ইসলাম গ্রহনের কথা ঘোষনা দেন তিনি।

এতে জানান তার বান্ধবী(স্রী) সোফিয়ার প্রচেষ্টায় তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন।

স্রী প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন,আমি বিশেষ করে আমার বান্ধবী সোফিয়াকে ধন্যবাদ জানায়।তিনি আমাকে ইসলাম সম্পর্কে বুঝিয়েছেন।এবং ইসলামের পরিচয় তুলে ধরেছেন।

মুসলিম হওয়ার পর বিশ্বের নানান প্রান্ত থেকে যারা আমাকে স্বাগত জানিয়েছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডাচ ফুটবলার ক্লারেন্স সির্ডপ।

একই সাথে ইসলাম ধর্ম গ্রহন করে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে তিনি কয়েকটি নামী খেলেছেন তিনি।সেগুলো হলো-রিয়েল মাদ্রিদ,ইন্টার মিলান ও এসি মিলান।

সূত্র-আনাদোল এজেন্সী
ছবি- আলজাজিরা