নিজস্ব প্রতিবেদক-
দেশের জনগন এখন স্বস্তিতে নাই।একদিকে জ্বালানীর মূল্য বৃদ্ধি,অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের মুল্য বৃদ্ধিতে জনগনের নাভিশ্বাস।এই যেন মরার ঊপর খরার ঘাঁ।
বাড়তে শুরু করেছে সবজিসহ সব ধরনের নিত্যপন্যের দাম।সময়ের ব্যবধানে দিগুন বেড়েছে কাঁচা মরিচের দাম ১০০ টাকার কাঁচা মরিচ গতকাল বিক্রি হয়েছে ২৫০ টাকায়।১৫০ টাকার বয়লার মুরগী এখন ১৭০ টাকা।সব ধরনের সবজিতে কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা।গতকাল কাজীর দেওড়ী,চকবাজার,কর্নফুলী বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
সবজির বাজার ঘুরে দেখা গেছে,প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা,ঢ়্যাড়শ ৬০ টাকা,কচুর লতি ৮০ টাকা,পেপে৫০ টাকা,বরবটি ৮০ টাকা,করলা৮০ টাকা,জিংগা ৭০ টাকা।বেগুন ৯০ টাকা,আলু ৩০ টাকা।এছাড়াও শুকনো মরিচ কেজি প্রতি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছে,সরবরাহ কম হওয়াই বাজার দর বেশী।তবে পেয়াজের দাম কম।একটু ভাল মানের পেয়াজ প্রতি কেজি ৪৫ টাকা।চায়না রসুন ১৪০ টাকা,আদার কেজি ১০০ টাকা,চিকন মশুর ডাল ১৬০ টাকা,চিনি ৮৫ টাকা।এছাড়া আটা প্রতি কেজি ৫০ টাকা ও ভোজ্য তেল ১৯০ টাকা।
মাছের বাজারও অস্তির।রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকায়।এদিকে প্রচুর ইলিশ মাছ সরবরাহ থাকলেও কমছে না ইলিশের দাম।তেলাপিয়া ও পাংগাস মাছের কেজি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :