ওয়াহিদা ইয়াসমিন।ছবি-সংগৃহীত
নিজের বাসার ছাদে বাগান করে পুরুস্কৃত হয়েছে ব্যাংক কর্মকর্তা।তিনি অগ্রনী ব্যাংকের নগর ভবন শাখার ব্যবস্থাপক।
ওয়াহিদা ইয়াসমিন জানান,১৯৯৯ সালে বাড়ীর ছাদে বাগানের কার্যক্রম শুরু করেন।বর্তমান তার ছাদে চারশত প্রজাতির বিভিন্ন জাতের গাছ রয়েছে।রয়েছে কিছু দূর্লভ প্রজাতিরও গাছ।
তার স্বামী সাবেক ব্যাংকার তাকে ভীষন সহযোগীতা করেছেন।
ওয়াহিদা ইয়াসমিন জানান,ছাদ বাগান ক্যাটাগরিতে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরুস্কার পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং গর্বিত।এর আগে গত ২৪ শে জুলাই ঢাকায় পরিবেশ ও বন মন্ত্রী শাহাব ঊদ্দিন এমপি এ পুরুস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে অত্র মন্ত্রনালয়ের সচিব ডঃ ফারহিনা আহমেদ ও গন্যমান্য ব্যাক্তিরা ঊপস্হিত ছিলেন।
বিডি টুডে নিঊজ
ব্যাংকিং। কৃতিত্ব
মন্ত্রনালয়
আপনার মতামত লিখুন :