বাংলাদেশ ও চীন অংশীদারিত্বে সমূদ্র ঊপকুলে গড়ে তুলবে স্মার্ট সিটি।চীন চট্রগ্রামে নিজস্ব অর্থায়নে মেট্রোরেল করে দিতে চাই।
গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রানালয় সম্পর্কীত সংসদীয় কমিটির সভায় মংগলবার (২২ শে ফ্রেবুয়ারী) এ কথা জানানো হয়। ইন্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য প্রতিমন্ত্রী শরিফ আহমেদ,আনোয়ারুল আশরাফ খান,মনোয়ান হোসেন চৌং,বজলুল হক হারুন ও ফরিদা খানম সভায় অংশ নেয়।
সভায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ,কক্সবাজার ঊন্নয়ন কর্তৃপক্ষ,খুলনা ঊন্নয়ন কর্তৃপক্ষ,রাজশাহী ঊন্নয়ন কর্তৃপক্ষ,রাজউক,নগর ঊন্নয়ন অধিদপ্তর ,স্হপত্য অধিদপ্তর এবং হাঊজিং এন্ড বিল্ডিং এর চলমান প্রকল্পের সার্বিক অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।স্মার্ট সিটি গড়ে তোলার যে প্রস্তাব দিয়েছে চীন কমিটি তা প্রধানমন্ত্রীর নিকট পাঠানোর সুপারিশ করেছে।
সভায় মতিঝিল সরকারী কলোনির”আইডিয়াল জোন” ও আল হেলাল জোনে ২৫ তলা ভবন নির্মানে প্রয়োজনীয় ব্যবস্হাদি গ্রহনের মন্ত্রনালয়কে সুপারিশ করা হয়।
সভায় গনপুর্ত মন্ত্রনালয়ের অধীন বিভিন্ন সংস্হার প্রধানসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
আপনার মতামত লিখুন :