[gtranslate]

বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ / ২৭১
বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক-

অর্থনৈতিক সংকটে ধুকতে থাকা শ্রীলংকার মত অবস্হা বাংলাদেশে না হলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিদেশী ঋন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

গতকাল বুধবার বহুজাতিক এই আর্থিক সংস্হার সাউথ এশিয়া ইকোনমিক আপডেট প্রকাশ ঊপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্হার দক্ষিন এশিয়া অন্চলের প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার এই পরামর্শ দেন।খবর বিডি নিঊজ

একদিন আগে দক্ষিন এশিয়ার বাংলাদেশের প্রতিবেশী দেশ শ্রীলংকা বৈদেশিক মুদ্রার সংকটে বিদেশী ঋন পরিশোধে নিজেদের অপরাগতা প্রকাশের কথা জানায়।মাথাপিছু আয় বাংলাদেশ থেকে এগিয়ে থাকা শ্রীলংকার হাল দেখে বাংলাদেশের কেঊ কেউ শংকা শ্রকাশ করলেও সরকার আশ্বস্ত প্রকাশ করেছে,তেমন আশংকার কিছুই নাই।

শ্রীলংকা থেকে শিক্ষা নিয়ে বৈদেশিক মূদ্রা ব্যবহার এর ক্ষেত্রে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়ে অর্থনীতিবিদ টিমার বলেন,এখনো বাংলাদেশের বড় অংকের বৈদেশিক মূদ্রা রিজার্ভ আছে।এটা ছয় মাসের বেশী সময় আমদানী চালিয়ে যেতে সক্ষম।কিন্তু এখন তা দেশীয় মুদ্রার অস্তিরতা সামাল দিতে ব্যবহার করা হচ্ছে।আবার ঊন্নয়ন বিনিয়োগের জন্যেও ব্যবহার করা হয়।এক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে,হ্যান্স টিমার।

বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/