[gtranslate]

বর্ষার বিশ্বস্ত দূত কদম ফুল-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ১৫, ২০২২, ১২:২২ অপরাহ্ণ / ১৮৬
বর্ষার বিশ্বস্ত দূত কদম ফুল-

ছবি- সংগৃহীত

 

ফুটেছে কদম।আজ পয়লা আষাঢ়।মেঘবতি জলের দিন।শুরু হলো বর্ষা ঋতু।মেঘের আনা গোনা।থেমে থেমে বৃষ্টি।মেঘের গর্জন।চারিদিকে কদমের সৌন্দর্য্য বর্ষার আগমনী বার্তা বয়ে এনেছে।কদম ফুলকে বলা হয়ে থাকে বর্ষার বিশ্বস্ত দূত।কাঠফাটা রোদে মানুষের হাসফাস করা গরমে অরোর ধারায় বৃষ্টি বর্ষনের জন্যে প্রতীক্ষা বাসা বাধছে।

বিডি টুডে নিঊজ