[gtranslate]

বন্যাকবলিত মানুষের জন্যে দোআ করলেন প্রধানমন্ত্রী –


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ২১, ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ / ১৯৪
বন্যাকবলিত মানুষের জন্যে দোআ করলেন প্রধানমন্ত্রী –

ছবি-সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আজ মংগলবার হযরত শাহজালাল রাঃ ও হযরত শাহ পরান রাঃ এর মাজার জিয়ারত করেন।এ সময় তিনি বন্য কবলিত  এলাকার মানুষের জন্যে মহান আল্লাহর নিকট দোআ করেন।

শেখ হাসিনা সুনামগঞ্জ,নেত্রকোনা -ও তৎসংলগ্ন এলাকার বন্যা পরিস্হিতি পরিদর্শনে এখানে পৌছে বিকালে।তিনি প্রথমে বিভাগীয় শহরে হযরত শাহজালাল রাঃ এর মাজার জিয়ারত করেন।

তিনি কিছুক্ষন অবস্হান করে কোরান তেলোয়াত ,সূরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান রাঃ এর মাজার পরিদর্শন করে জিয়ারত করেন।

সূত্র- বাসস

বিডি টুডে নিঊজ