[gtranslate]

বনভোজন হবে এখন সুন্দরতম স্হান মেরিন ভিলেজ পার্কে


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২২, ৮:২৩ পূর্বাহ্ণ / ৬৬
বনভোজন হবে এখন সুন্দরতম স্হান মেরিন  ভিলেজ পার্কে

পর্যটন নগরী কক্সবাজার এ কৃত্রিম শহরের বাইরে পিএমখালীর শনখলায় বাকখালী নদীর তীরে মনোরম পরিবেশে গড়ে ঊঠে মেরিন ভিলেজ পার্ক।সম্পুর্ন কোলাহল মুক্ত গ্রামীন পরিবেশে নিরিবিলি এবং সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত এই মেরিন ভিলেজ পার্ক।

প্রকৃতিপ্রমী মেরিন সিটি(প্রাইভেট) লি: এর চেয়ারমযানের এএমজি ফেরদৌসের প্রয়াসে নিজস্ব ৬০ একর জমির ঊপর ভিন্ন আংগিকে গড়ে ঊঠেছে এ পিকনিক স্পট।অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শনখলায় মেরিন ভিলেজ পার্ক নামে গড়ে ঊঠা পরিকল্পিত পিকনিক স্পট ও শিশু পার্কটি সাজানো হয়েছে মনের মাধুরি দিয়ে,যা নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না।প্রায় ৬০ একর জমির ঊপর গড়ে ঊঠা বাতখালী নদীর আঁকাবাঁকা তীরে বিশাল লেক ঘেরায় শোভা পাচ্ছে দেশী বিদেশী অনেক জাতের বৃক্ষ।এ বিনোদন পার্কটি নানান জাতের পাখীর ডাকে সারাক্ষন মুখরিত থাকে।গাছে গাছে দেখা যায় নানান প্রজাতির পাখী।নীড়ের ফেরার সময় তাদের কিচিরমিচির শব্দে এলাকাতেই মূখরিত করে তুলে।নয়নাভিরাম দৃশ্যে দর্শনাথীরা গাছের ছায়ায় সারাটি দিন ঘুরে বেড়াতে পারেন।