[gtranslate]

বংগমাতার ৯২ তম জম্মবার্ষিকী আজ-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২২, ৮:০১ পূর্বাহ্ণ / ১৫৭
বংগমাতার ৯২ তম জম্মবার্ষিকী আজ-

ছবি-সংগৃহীত                                                            বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মনী বংগমাতা ফজিলাতুচ্ছা মুজিবের আজ সোমবার ৯২ তম জম্মবার্ষিকী।বংগমাতা ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮আগষ্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমা জেলার টুংলিপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।তার ডাক নাম ছিল রেণু।বাবার নাম শেখ জহরুলুল হক আর মায়ের নাম হোসনে আরা বেগম।এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।তিনি ১৯৭৫ সালে ১৫ আগষ্ট হত্যাকারীদের হাতে নির্মম ভাবে শাহাদাত বরন করেন।

বাংগালী জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষনার পর বংগবন্ধু যখন হারে হারে পাকিস্তানি শাসকদের হাতে যখন বন্দি ছিলেন তখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা বংগমাতার নিকট ছুটে আসতেন।তিনি তাদের বাংগালি জাতির জনকের বিভিন্ন দিক নির্দেশনা বুঝিয়ে দিতেন এবং লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার অনুপ্রেরনা যোগাতেন।

বংগমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জম্মবার্ষিকী ঊপলক্ষে রাষ্ট্রপ্রতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বানী দিয়েছেন।দিবসটিকে সরকারি কর্মসূচী ছাড়াও আওয়ামিলীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন ,আলোচনা সভা ও দোআ মাহফিলের আয়োজন করেন।

বাসস

বিডি টুডে নিঊজ

জম্মবার্ষিকী-     শেখ ফজিলাতুন্নেছা মুজিব