করোনা ভাইরাসের সংক্রমন দ্রুত বেড়ে যাওয়ায় জিলিন প্রদেশকে বিচ্ছিন্ন করল চীন।সংক্রমিত সংখ্যা বাড়ছে দ্রত গতিতে।গত দুই বছরে করোনা পরিস্হিতিতে এমন অবনতি হয়নি।ফলে প্রশ্ন ঊঠেছে,শি জিনপিং সরকারের করোনা শূন্য রনকৌশল নিয়ে।জিলিন প্রদেশকে পুরোপুরি বিচ্ছিন্ন করায় সেখানকার দুই কোটি চল্লিশ লাখ মানুষকে কার্যত গৃহবন্দী হয়ে দিন কাটাতে হবে।
এই প্রথম চীন করোনা সংক্রমন ঠেকাতে কোন প্রদেশকে চীন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করল। এর আগে ২০১৯ সনের শেষের দিকে হুবেই প্রদেশে রাজধানী উহানে করোনার অস্হিত্ব পাওয়া গেলে পুরো শহরে লকডাউন জারি করা হয়।কিন্তু প্রদেশকে বিচ্ছিন্ন করা হয়নি।
সোমবার দক্ষিন চীনের শেনজেন শহরের এক কোটি পঁচাত্তর লাখ বাসিন্দাকে গৃহবন্দী করার সিদ্ধান্ত নিয়েছে চীন।রাজধানী বেজিং এর পাশাপাশি সাংহাই এর মত শহরেও জারি করা হয়েছে বিভিন্ন বিধি নিষেধ।
সংবাদ সংস্হা রয়টার জানায়,চীনে ইতিমধ্যে ৯০০০ হাজারও বেশী সংক্রমন চিন্হিত করা হয়।২০২১ সনে সংক্রমনের সংখ্যা ছিল ৮৩৮৭ জন।
সূত্র- আনন্দবাজার
আপনার মতামত লিখুন :