[gtranslate]

ফিলিস্হিনি এক বাবাকে মেয়ের বিয়ের আগেই গুলি করে হত্যা করল ঊগ্র ইহুদী ইসরাইল সেনা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২২, ৩:০২ অপরাহ্ণ / ১২৫
ফিলিস্হিনি এক বাবাকে মেয়ের বিয়ের আগেই গুলি করে হত্যা করল ঊগ্র ইহুদী ইসরাইল সেনা-

ফিলিস্হিনি মেয়ের বাবা সালাহ তৌফিক সাফতা-

একজন ফিলিস্তিনি বাবাকে তার মেয়ের বিয়ের আগেই গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের তুবাস শহরে এই মর্মার্ন্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার তুবাস শহরের একটি মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পর ঊগ্র ইংহুদীবাদী সেনারা সালাহ তৌফিক সাফতা নামের এই ফিলিস্তিনি বাবাকে মাথায় গুলি করে।

ফিলিস্হিনি বার্তা সংস্হা ওয়াফা জানিয়েছে,আগামী সপ্তাহে সাফতার মেয়ে বিয়ে হওয়ার কথা রয়েছে।

শুক্রবার ফিলিস্তিনি স্বাস্হ্য মন্ত্রনালয় জানিয়েছে,৫৮ বছর বয়সী ঐ বাবাকে মাথায় গুলিবিদ্ধ অবস্হায় ঊদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।এবং সেখানে তিনি মারা যান।