[gtranslate]

ফায়ার সার্ভিস এর “হ্যাজম্যাট”টিম চট্টগ্রামের সীতাকুন্ডে-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ৫, ২০২২, ৬:৪৩ অপরাহ্ণ / ২০২
ফায়ার সার্ভিস এর “হ্যাজম্যাট”টিম চট্টগ্রামের সীতাকুন্ডে-

ছবি- সংগৃহীত

ঢাকা থেকে ফায়ার সার্ভিস এর ২০ জনের বিশেষ হ্যাজম্যাড  টিম চট্টগ্রামের ঊদ্দেশ্যে রওয়ানা হয়েছে।ফায়ার সার্ভিসের এই টিমটি রাসায়নিকের  আগুন নেভাতে পারদর্শী এবং বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত।এর আগে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক(ডিজি) ঊর্ধত্বন কর্মকর্তারা ঘটনাস্হলই  ঊপস্হিত ছিলেন।

এই কর্মকর্তারা বলেন,ভেতরে কি ধরনের ক্যামিক্যাল রয়েছে ,তা তারা নিশ্চিত হতে পারছে না।কারন মালিক পক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।

বিডি টুডে নিঊজ