[gtranslate]

ফার্স্ট সিকিঊরিটি ইসলামী ব্যাংকের গ্লোবাল ব্রান্ডস এ্যাওয়ার্ড অর্জন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ৩০, ২০২২, ৯:০৫ পূর্বাহ্ণ / ১৩৫
ফার্স্ট সিকিঊরিটি ইসলামী ব্যাংকের গ্লোবাল ব্রান্ডস এ্যাওয়ার্ড অর্জন-

ছবি-সংগৃহীত

গ্লোবাল ব্রান্ডস কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেইম এ্যাওয়ার্ডসে ফার্স্ট সিকিঊরিটি ইসলামী ব্যাংক লিমিটেড গ্লোবাল ব্রান্ডস “ডিজিটাল ব্যাংকিং এ্যাওয়ার্ড -২০২২ “এবং আন্তর্জাতিক  ভাবে স্বীকৃত ও মর্যাদাপূর্ণ ISO সার্টিফিকেট অর্জন করেছে।

আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপি ডিজিটাল ব্যাংকিং প্রচার প্রসারে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ ফার্স্ট সিকিঊরিটি ইসলামী ব্যাংক লিমিটেডকে এ পুরুস্কার প্রদান করা হয়।

গত (২৮ জুন )রাজধানীর একটি হোটেল অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফ জব্বারের নিকট থেকে এ পুরুস্কার গ্রহন করেন ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান শাহ সহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তা ঊপস্হিত ছিলেন।

বিডি টুডে নিঊজ

একটি অনলাইন ইসলামিক মিডিয়া