হিজাব নিয়ে চলমান বিতর্কের মাঝে হিজাব পরা ছাত্রীদের বিরুদ্ধে নতুন কৌশল নিচ্ছে ভারতের করনাটকের রাজ্য সরকার।তারা বলেছে,হিজাব পরা অবস্হায় ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়া যাবে না।এবারের পরীক্ষায় যারা অংশ নিবে না পরবর্তী আর কোন পরীক্ষায় তারা অংশ নেয়া যাবে না,এমন নির্দেশনার ফাঁদ পেতেছে কর্নাটকের রাজ্য সরকার।নাম প্রকাশে অনিচ্ছুক কর্নাটকের এমন এক শীর্ষ কর্মকর্তা এসব কথা জানান।
গত ১৭ই ফ্রেবুয়ারী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।কিন্তু চলমান হিজাব বিতর্কের কারনে কলেজগুলো বন্ধ থাকায় তা স্হগিত করা হয়েছিল।ঊদুপরি মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের হিজাব পরিহিতা শিক্ষার্থীরা তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা না দিয়ে চলে যায়।অনেক কলেজ হিজাব নিয়ে কলেজে প্রবেশ নিষিদ্ধ করেছে।হিজাবে পরতে বাঁধা প্রদানে বিভিন্ন বিদ্যালয় ও ভার্সিটিতে আন্দোলন ও বিক্ষোভ অব্যহত আছে।অনেক মুসলিম ছাত্রী বাড়ী ফিরে যান।
আপনার মতামত লিখুন :