[gtranslate]

ফাঁকা আসন পূরনের দাবিতে সড়ক অবরোধ-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২, ২০২২, ৫:২৩ অপরাহ্ণ / ২৯৮
ফাঁকা আসন পূরনের দাবিতে সড়ক অবরোধ-

বুধবার দুপুর ১২ টাক দিকে অবস্হান নেন আন্দোলনরত শিক্ষার্থী।ঢাকা বিশ্ববিদ্যায় অধিভুক্ত সাতটি সরকারি কলেজে স্নাতকের ফাঁকা আসন পূরনের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।ফলে ঐ সড়কে সব যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা দুই দফা দাবী সড়ক অবরোধ করে। এক ফাঁকা আসলে ভর্তি এবং অপেক্ষমাণ শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ।
শিক্ষার্থীরা জানায় সাতটি কলেজের মধ্যে তিন হাজার আসল ফাঁকা থাকলেও ভর্তি কার্যক্রম বন্ধ আছে।

শিক্ষার্থীরা জানান,ফাঁকা আসন পূরণসহ দুই দফা দাবিতে আমরা সমাবেশ করেছি।কিন্তু কর্তৃপক্ষ এ দাবীর প্রতি কর্নপাত করনি।

এ সময় “উই ওয়ান্ড কলেজ,উই ওয়ান্ড সাবজেক্ট”মানি না,মানব না”
ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।