[gtranslate]

প্রি রমাদান এক্সেবিশন-২০২২ শুরু,চলবে ১২ ই মার্চ পর্যন্ত-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১০, ২০২২, ৯:৪০ অপরাহ্ণ / ৬১
প্রি রমাদান এক্সেবিশন-২০২২ শুরু,চলবে ১২ ই মার্চ পর্যন্ত-

আজ ১০ই মার্চ(বৃহস্প্রতিবার)থেকে প্রি রমাদান এক্সেবিশন-২০২২ চট্টগ্রামে রেডিসন ব্লুতে শুরু হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে ঊপস্হিত ছিলেন চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর  সভানেত্রী মিসেস মনোয়ারা হাকিম আলী এবং বিশেষ অতিথি ছিলেন ডা.মুনাল মাহবুব,সিনিয়র সহ সভাপ্রতি,চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ।

এম এন্ড এম বিজনেস কমিনিকিউশন এর উদ্যেগের আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বিত্ত করেন এম এন্ড এম বিজনেস কমিঊকেশন এর ঊদ্যেক্তা মানজুমা মোর্শেদ।

প্রিমিয়াম ব্যান্ডের রকমারি মহিলাদের পোষাক,জুয়েলারি এবং হোম ডেকোর এর বিশাল সমাহার।এতে দেশী- বিদেশী আরো বিভিন্ন আইটেম পরিলক্ষিত হয়।তবে সব শো রুম গুলি অন লাইন ভিত্তিক,তাদের ব্যবসা পরিচালনা করে।মহিলা সমাগম বেশী।কোন প্রবেশ ফি নাই।মেলা আগামী ১২ ই মার্চ পর্যন্ত চলবে।