[gtranslate]

প্রিয়মূখগুলো এখন কোথায়?


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২, ২০২২, ৮:৪২ পূর্বাহ্ণ / ২৪৯
প্রিয়মূখগুলো এখন কোথায়?

প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী,শাবনুর এবং পপি।বাংলাদেশের চলচ্চিত্র জগতের তিন কিংবদন্তী নায়িকা।তিন নায়িকার মধ্যে দুজন এখন অর্থাৎ মৌসুমী ও শাবনুর এখন দেশের বাইরে আছেন।মৌসুমী তার মাতের অসুস্হতার কারনে আমেরিকায় আছেন আর শাবনুর করোনা শুরু হওয়ার আগেই অস্ট্রলিয়ায় গিয়েছিলেন।করোনা পরিস্হিতিত স্বাভাবিক হওয়ার পর তিনি জম্মদিন পালন করার জন্যে দেশ আস্তে চাইলে,শেষ অব্দি তিনি দেশে আসেনি।

অন্যদিকে চিত্রনায়িকা পপি এখন লোক চক্ষুর আড়ালে।পপি সম্পর্কে বিভিন্ন জনের নিকট থেকে বিভিন্ন গল্প শোনা গেলেও পপির নিকট থেকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোন বক্তব্য পাওয়া যায়নি।গত জানুয়ারী শিল্প সমিতির নির্বাচন এর আগে পপি হঠাৎ সামাজিক গনমাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করেন।সেখানেও পপির বর্তমান অবস্হান সম্পর্কে কিছুই জানা যায়নি।এদিকে নায়িকা মৌসুমী তার মায়ের জন্যে সবার নিকট থেকে দোআ চেয়েছন।

শাবনুর তার পেইজবুক পেইজে এ্যাকটিভ রয়েছেন।মান্নার মৃত্যুবার্ষিকীতে তার পেইজবুক পেইজ থেকে শ্রদ্ধার সাথে স্নরন করেছেন।এছাড়াও শাবনুর বসন্ত ও ভালবাসা দিবসের শ্রদ্ধা জানিয়েছন সবাইকে।কিছুদিন আগে শাবনুর ও তার ছেলে আইজাজ করোনার আক্রান্ত হয়েছিলেন।এখন দুজনই সুস্হ আছেন।দেশের অগণিত ভক্ত তার দেশে ফেরার অপেক্ষায় আছেন।

মৌসুমী আগামী ২১ শে মার্চ দেশে ফেরার কথা কথা রয়েছে।দেশে ফিরে তিনি তার স্বামী ওমরসানিকে নিয়ে পবিত্র ঊমরা হজ্ব পালনের জন্যে মক্কা যাওয়ার কথা আছে।এদিকে পপি কবে নাগাদ সবার সামনে আসবেন কিংবা আদৌ আসবেন কিনা সেই ব্যাপারে কিছুই জানা যায়নি।