[gtranslate]

প্রশান্ত মহাসাগরের পর গভীরতায় ভারত মহাসাগর বেশী-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১০:০২ পূর্বাহ্ণ / ২৫০
প্রশান্ত মহাসাগরের পর গভীরতায় ভারত মহাসাগর বেশী-

সাগরের উপকূলেই কিন্তু সাগর মহাসাগর এর জমির শেষ নয়।সদরের নীচ দিয়ে সেসব জমি নেমে গেছে সিঁড়ির মত করে ধাপে ধাপে সাগরের প্রদেশে।সাগরের এ অংশের নাম মহীসোপান।

এর বেশীর অংশে পানি গভীরতা ১৮০ মিটারেও কম।সাগরের মহীসোপানের গভীরতা প্রতি কিলোমিটারে ৪ মিটার করে বেড়ে চলে।তবে বৃদ্ধির হার সব জায়গায় একই রকম নয়।কাজেই সেই এক অজানা রহস্যময় জগৎ।

সমূদ্র বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন,গড় গভীরতায় সব সাকর আর মহাসাগর এর মধ্যে প্রশান্ত মহাসাগরের গভীরতা সবচেয়ে বেশী। এর পরই কিন্তু ভারতীয় মহাসাগর।