[gtranslate]

প্রধানমন্ত্রী অফিস ঘেরাও করতে আসলেও বাঁধা নয়,বসাইয়ে চা খাওয়াবো-প্রধানমন্ত্রী


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২২, ১২:৫০ পূর্বাহ্ণ / ১৮৯
প্রধানমন্ত্রী অফিস ঘেরাও করতে আসলেও বাঁধা নয়,বসাইয়ে চা খাওয়াবো-প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

আমি গনতন্ত্রে বিশ্বাসী।গনতালন্ত্রিক চর্চা অব্যাহত থাকুক-সেটাই আমি চাই।কেউ যদি নিয়মতান্ত্রিক আন্দোলন করে,তাতে যেন বাঁধা দেয়া না হয়।প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করতে আসলেও  আসুক।বাঁধা দেয়া হবে না।

শনিবার(২৩ জুলাই)বিকেলে বংগবন্ধু এভেনিঊর সম্পাদক মন্ডলীর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

বিডি টুডে নিঊজ