[gtranslate]

প্রথমবার আযান শোনার পর ইসলামের প্রতি আকৃষ্ট হই-ফরাসি নারী


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ২২, ২০২২, ৯:১৭ পূর্বাহ্ণ / ১২৮
প্রথমবার আযান শোনার পর ইসলামের প্রতি আকৃষ্ট হই-ফরাসি নারী

ছবি- সংগৃহীত

আযানের ধ্বনিত মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহন করে ফরাসি নারী সামিয়া ভ্যালোরি।

সাক্ষাৎকারে সামিয়া ভ্যালোরি বলেন,আমি বিষন্নতায় ভূগছিলাম।জীবনের লক্ষ্য বুঝতে পারছিলাম না।চরম হতাশা আমাকে গ্রাস করেছিল।আমার কাছে সবই ছিল কিন্তু প্রশান্তি ছিল না।

তিনি আরো বলেন,ইতিমধ্যে আমার বিয়ের দশ বছর অতিবাহিত হলো।আমি ভিতর ভিতর অনুভব করলাম,এটা আমার পৃথিবী নয়।এর মধ্যে আমার সন্তানরা বঢ হয়ে গেছে।তাই আমি পরিবারের সাথে আলাপ করে যুগশ্লাভিয়া সফরে বের হই।এখানে এসে তিনি প্রথমে আযানের ধ্বনি শুনতে পায়।আযানের সুমধুর ধ্বনি আমাকে আমাকে দারুনভাবে বিমোহিত করে।কিন্তু তখন আমি বুঝতে পারিনি আসলে ব্যাপারটি কি?

আয়ান শোনার পরই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন,স্পষ্ট করে জানালেন ভ্যালেরি।এরপর আমি ইসলামকে জানতে শুরু করি,এবং বাস্তবিক ইসলামী জীবন সম্পর্কে বিস্তারিত ধারনা নিই।অতপর ইস্তাবুলে গিয়ে ইসলামে দীক্ষিত হই।এখন আমার মনে হয় ইসলামই শ্রেষ্ট ধর্ম।এবং পবিত্র কিতাব মহান আল্লাহর।

বিডি টুডে নিঊজ