[gtranslate]

প্রচন্ড বাঁধা উপেক্ষা করে “শবে কদরে”আল আকসায় আড়াই লক্ষাধিক মুসল্লি-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২২, ৯:১০ অপরাহ্ণ / ১৬৮
প্রচন্ড বাঁধা উপেক্ষা করে “শবে কদরে”আল আকসায় আড়াই লক্ষাধিক মুসল্লি-

ছবি-সংগৃহীত

ইসরাইলে তীব্র বাধার মূখেই আড়াই  লাখেরও অধিক মুসল্লি ফিলিস্হানের আল আকসায় পবিত্র শবে কদর উদযাপন করেন।

বৃহস্প্রতিবার আলজাজিরা জানায়,ঐদিন মূল মসজিদ ও মসজিদের আংগিনায় মুসল্লিদের সমাগমে মূখর ছিল।মুসল্লিদের মূখে” আল্লাহু আকবর এবং লা ইলাহা ইলল্লাহর বানী।মহান আল্লাহ ইবাদত থেকে তাদেরকে দুরে সরাতে পারেনি।ইসরাইলের নিরাপত্তা বাহিনীর কোন বাঁধা নিষেধ তাদেরকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখতে পারেনি।

ফিলিস্হানের ইসলামিক ইন্ডোমেন্ড অ্যাফেয়ার্স জানায়,পশ্চিম তীরে অসংখ্য মুসল্লিকে বাঁধা দেয়া না হলে মুসল্লিদের সংখ্যা আরো বেশী হতো।

ইসরাইলি সেনারা মুসল্লিদের উপর নিরাপত্তার অজুহাতে কঠোর বিধি নিষেধ আরোপ করে।আল আকসার মসজিদে শবে কদর উদযাপনে আগত মুসল্লিদের ঊপর ইসরাইলের পুলিশ নজিরবিহীন নজরদারি করে।

আল আকসায় আগত মুসল্লি সামিরা বলেন,আল আকসা মসজিদ প্রান্তরে কদরের রাতে অন্যরকম আধাত্নিক আবহ তৈরী হয়।এসময় মসজিদের সব প্রবেশ পথে আবহ তৈরী হয়।এসময় মসজিদের সব প্রবেশ পথে মুসল্লিদের শৃংখলা রক্ষায় কাজ করে মসজিদ কর্তৃপক্ষ।

সূত্র- আলজাজিরা