[gtranslate]

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য -ইউনিয়ন ব্যাংক


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ৩, ২০২২, ৭:৪৮ অপরাহ্ণ / ১৯৮
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য -ইউনিয়ন ব্যাংক

দৈনিক প্রথম আলোতে গত বৃহস্পতিবার প্রকাশিত “বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন”বেনামী ঋনের  বড় ঝুকিতে ইউনিয়ন ব্যাংক”শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন ব্যাংক।

ব্যাংকটি গত এক প্রতিবাদপত্রে জানিয়েছেন,ইউনিয়ন ব্যাংকের আর্থিক ভিত্তি বেশ শক্তিশালী।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের ঊদ্ধিতি দিয়ে যে সব তথ্যে তুলে ধরা হয়েছে ,এ ধরনের কোন ঘটনা ইউনিয়ন ব্যাংকে ঘটেনি।প্রতিবেদনে বলা হয়েছে,ইউনিয়ন ব্যাংকের ৯৫% ঋন শ্রেনীকরন যোগ্য।এসব ভিত্তিহীন অভিযোগ।৯৫% ঋন যদি শ্রনীকরনযোগ্য হয়,তাহলে বাংলাদেশ ব্যাংক কিভাবে ইউনিয়ন ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুমোদন দিল।বরং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন ব্যাংক ২০২১ সালের জন্যে ৫% নগদ লভ্যাংশসহ ১০% ডিভিডেন্ট দিয়েছে।ক্রেডিট রেটিং এর দিক থেকেও ইউনিয়ন ব্যাংকের ঋনমান এ প্লাস।

প্রতিষ্ঠালগ্ন  থেকে ইউনিয়ন ব্যাংক আমানতকারীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আসছে।এ কারনে চতুর্থ প্রজম্মের ব্যাংক সমূহের মধ্যে একমাত্র ইউনিয়ন ব্যাংকের আমানত ২০ হাজার ২৩ কোটি টাকা।২০২১ সালে ব্যাংকটি ৩৫৯ কোটি টাকার পরিচলন মুনাফা অর্জন করেছে।

বিডি টুডে নিঊজ

একটি ইসলামিক অনলাইন পত্রিকা