[gtranslate]

পৃথিবীর সুন্দরতম ভবন“মিঊজিয়াম অব দ্য ফিউচার”এর ঊদ্ধোধন


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২২, ৩:০৫ অপরাহ্ণ / ৫৪
পৃথিবীর সুন্দরতম ভবন“মিঊজিয়াম অব দ্য ফিউচার”এর ঊদ্ধোধন

পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবন “মিঊজিয়াম অব দ্য ফিউচার”তথা ভবিষ্যত যাদুঘর এর উদ্বোধন করা হয়েছে।এটি সবচেয়ে জনবহুল শহর দুবাই(UAE)এ অবস্হিত।

মংগলবার দুবাই এর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের উপস্হিতিতে দেশটির জাতীয় সংগীত বাজিয়ে যাদুঘরটি উদ্বোধন করে।

এই যাদুঘর আকাংখার বার্তা দেয়,পরিচয় প্রদর্শন এর মাধ্যমে আন্তর্জাতিক বিজ্ঞান প্লাটফরম এবং সবার জন্যে সুন্দর ও আলোকিত ভবিষ্যত অর্জনের পূর্নাংগ প্রতিষ্ঠান।এখানে ২০৭১ সালের আগামী ঘুরে আসতে পারবে দর্শনার্থীরা।মুলত ভবনটি শেখ মোহাম্মদ ইবনে রশিদ আল মাখতুমের তিনটি অনুপ্রেরনা মুলক বাক্য আছে।

বাক্যগুলোর মর্মার্থ হল”আমরা কয়েক শ বছর বাঁচব না,তবে আমরা এমন কিছু কাজ করতে পারি যা অনেক বছর স্হায়ী হতে পারে।দ্বিতীয়ত ভবিষ্যত তাদের জন্যে যারা চিন্তা করে,পরিকল্পনা করে এবং পরিকল্পনা মাফিক ওই কাজ বাস্তবায়নও করে,ভবিষ্যত কারো জন্যে অপেক্ষা করে না,ভবিষ্যত নিয়ে পরিকল্পনা ও বাস্তবায়নে এখনই সময়।তৃতীয়ত -জীবন পুনর্গঠন সভ্যতার ঊন্নতি এবং মানবতা অগ্রগতির রহস্য একটি কথার মাঝে নিহিত আছে,তা হচ্ছে “উদ্বোধন”।

আমিরাতিরা আরবীতে এটিকে”মুতহাফ আল নুস্তাকবাল” বলে।

সূত্র-ঊর্দু নিউজ