[gtranslate]

পুলিশ সুপার এর ঊদারতা,ঊপহার পেলেন বসত বাড়ী-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৪, ২০২২, ৭:৪৮ পূর্বাহ্ণ / ৬৮
পুলিশ সুপার এর ঊদারতা,ঊপহার পেলেন বসত বাড়ী-

তিন বোনের অনশন ভাংগলেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর হোসেন মল্লিক।বরগুনার জেলা প্রশাসন চত্বরে বুধবার বিকালে সরজমিনে গিয়ে তিনি তাদের একটি বসতঘরেও ঊপহার দেন।বীরোধপূর্ন জমিও মেপে দেন।এছাড়াও তিনি তাদের পড়াশুনা,খাবার ও চিকিৎসারও আশ্বাস দেন।

জানা যায়,বরগুনার বামনায় গোলাঘাটায় দখল হয়ে যাওয়া নিজেদের জমি- জমা ও বসতঘর ফিরে পেতে বরগুনা শহরে কাপনের কাপড় পড়ে অনশন কর্মসুচী পালন করে তিন বোন।নিজেদের জমি- জমা,বসতঘর ফিরে না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।এসময় তারা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করে।

জানা যায়,মা বাবা মরে যাওয়ায পর দুই বোনকে নিয়ে চট্রগ্রামে চলে আসেন বড় বোন রুবী।সেখানে পোষাক কারখানায় চাকরি করে দুই বোনকে লেখাপড়া করান।২০১৯ সালে নিজের বাড়িতে গিয়ে দেখেন তাদের বসতবাড়ি দখল করে নিয়েছেন এলাকার প্রভাবশালীরা।এমনিকি তাদের বসতঘর থেকেও বের করে দেন।এরপর থেকে তারা মানবেতর জীবন-যাপন করছেন।