প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর প্রশংসা করেছেন সিরিয়ার প্রসিডেন্ট বাসার আল আসাদ।ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ইতিবাচক হিসেবে চিন্হিত করেছেন।
শুক্রবার তিনি পুতিন এর সাথে এ বিষয়ে কথা বলেন।বাশার আল আসাদ ইউক্রেনের অভিযানকে “কারেকশন অব হিষ্ট্র”বা ইতিহাসের সংশোধন বলে অভিহিত করেন।
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্হতিশীল পরিস্তিতি সৃষ্টিকারীর নিন্দা জানান আসাদ।বাশার মনে করে,তাদের কারনে মধ্যেপ্রাচ্যের পরিস্তিতির গুরুত্বর অবনতি হয়েছে।
সূত্র- বিবিসি
আপনার মতামত লিখুন :