[gtranslate]

পুতিনের আমন্ত্রনে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফর-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২২, ৩:০৫ পূর্বাহ্ণ / ৬৬
পুতিনের আমন্ত্রনে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফর-

ইঊক্রেন সীমান্ত ঊত্তেজনার মাঝে পাকিস্তান এর প্রধানমন্ত্রী ইমরান খান পুতিনের আমন্তনে রাশিয়া সফর করবেন। সোমবার পাকিস্তান এর পররাষ্ট্র মন্ত্রনালয় এর বিবৃতিতেই এ তথ্য জানানো হয়।

পাকিস্তান এর পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিবৃতিই জানানো হয়,রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্তনে পাকিস্তানী প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ২৩ ও ২৪ ফ্রেবুয়ারী মস্কো সফরে যাবেন।এর আগে রোববার রাশিয়ার পররাষ্ট্র এর দফতর ক্রেমলিন এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেন।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিবৃতিতে বলা হয়,দুই নেতা জ্বালানীসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগীতার বিষয়ে আলোচনা করবেন।

এতে আরো বলা হয়,ইসলামোফোবিয়া ও আফগানিস্হান পরিস্হিতিতিসহ বৃহৎ আন্চলিক ওআন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন বিষয়াদি নিয়ে দুই নেতা আলোচনা করবেন।

পাকিস্তান এর প্রধানমন্ত্রীর এই সফরে তার সাথে পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কোরেশি,জ্বালানী মন্ত্রী হাম্মাদ আজহার ওতথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীসহ অন্যরা উপস্হিত থাকবেন।

ইমরান খানের মস্কো সফরে “ পাকিস্তান স্ট্রীম পাইপলাইন”প্রকল্পটি ঘোষিত হতে পারে বলে মনে করা হচ্ছে।পাক-ভারত সীমান্তবর্তী পাইপ লাইনটি রাশিয়া স্হাপন করবে।

সূত্র-দিও নিউজ ও আনন্দবাজার