[gtranslate]

পুঁজির বিনিয়োগ এর আহ্ববান আফগানিস্তানের -তালেবান


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৯, ২০২২, ৩:২০ অপরাহ্ণ / ৩৮৭
পুঁজির বিনিয়োগ এর আহ্ববান আফগানিস্তানের -তালেবান

আফগানিস্তান এর তালেবান সরকার এর পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি দেশটিতে পূজি বিনিয়োগ এর জন্যে কাতার এর প্রতি আহ্ববান জানিয়েছেন।তিনি এ আহ্ববান জানালেন এমন সময় যখন পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা কারনে আমেরিকায় অন্তত ৭০০ কোটি ডলার অর্থ আটকে পড়ার কারনে আফগানিস্তান বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে।

বৃহস্পতিবার কাতার সফরত পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি কাতার এর উচ্চ পদস্হ কর্মকর্তাদের সাথে বৈঠকে তার দেশে পূজি বিনিয়োগের জন্যে আহ্ববান জানান।তিনি বলেন,আফগানিস্তান এ আন্তর্জাতিক মানের ফল উৎপাদিত হলেও বাজারজাতকরণ এর অভাবে তা নষ্ট হয়ে যায়।