[gtranslate]

পিকে হাওলাদার এর সম্পদের খোঁজে পশ্চিম বংগে অভিযান-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ১৪, ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ / ১৮১
পিকে হাওলাদার এর সম্পদের খোঁজে পশ্চিম বংগে অভিযান-

ছবি- সংগৃহীত

বিপুল অর্থ আত্নসাতের ঘটনায় আলোচিত পিকে হাওলাদার ও তার সহযোগীর অবৈধ সম্পদের খোঁজে ভারতের পশ্চিম বংগে অন্তত দশ জায়গায় অভিযান চালানোর খবর এসেছে সংবাদ মাধ্যমে।

গতকাল শুক্রবার দিনভর প্রতিবেশী দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রনালয়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্হা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইভি)পৃথক দল অভিযান চালিয়েছে জানায়,ডয়েচে ভেলে ও পিটিআই।এসব অভিযান চলছে,পিকে হাওলাদারের সহযোগী সুকুমার মৃধা,প্রীতিশ হালদার,এবং তাদের সহযোগীদের নামে থাকা বাড়ী ও সম্পত্তিতে।খবর বিডি নিউজের।

বিডি টুডে নিঊজ

চট্টগ্রাম থেকে প্রকাশিত/