[gtranslate]

পা ছুঁয়ে সালামঃ-এ বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি –


মাহাবুবুল আলম মুন্না
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২২, ১০:২২ পূর্বাহ্ণ / ১৬৪
পা ছুঁয়ে সালামঃ-এ বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি –

 

পায়ে হাত দিয়ে সালাম করার ব্যাপারে শরিয়তের বিধান।অনেকে বয়স্কদের পা ধরে সালাম করে।আসলে এটা কতটুকু শরিয়ত সম্মত?

যারা বিষয়টি সম্পর্কে জানতে চান,তাদের জন্যে ঊত্তর হলো,-আসলে আমাদের পরিভাষায় এটাকে কদমবুচি বলা হয়।পায়ে হাত দিয়ে সালাম করার বিষয়টি ভারত বর্ষের কোন কোন জায়গার সংস্কৃতি।ইসলামের পরিভাষায় এটাকে সালাম বলা হয় না।ইসলামের পরিভাষায় সালাম বলতে যেটা বুঝানো হয়-সেটা হলো-“আসসালাইমু আলাইকুম ওয়া রহমাতুল্লাহে বলা।”

যে কাউকে সালাম দেওয়া যায়।বড় ছোটকে,ছোট বড়কে।বাবা সন্তানকে আর সন্তান বাবাকে।স্বামী স্ত্রীকে,স্ত্রী স্বামীকে।এটাই ইসলামের বিধান।এমনকি কেঊ যদি আমাকে সালাম দেয়,তাহলে আল্লাহ তায়ালা বলেন-“তুমিও তাকে ঊত্তমভাব্ সালামের ঊত্তর দাও।সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাঃ কে কখনো পায়ে হাত দিয়ে সালাম করেনি।বরং সব সময় আসসালাইমু আলাইকুম বলেই সালাম দিয়েছেন।সুতরাং পা ধরে কদমবুচি করা- এটা সংস্কৃতির বিষয়,অর্থাৎ অপসংস্কৃতি,এসব  ইসলামি সংস্কৃতিও নয়।

এ ক্ষেত্রে একটি লক্ষ্যনীয় বিষয় হলো-এমন কারো পা স্পর্শ করা যাবে না,যাদের সাথের রক্তের কোন সম্পর্ক নাই।কোন পুরুষ রক্তের সম্পর্ক নাই,এমন নারীর পা স্পর্শ করবে না।আবার নারী রাও রক্তের সম্পর্ক নাই,-এমন পুরুষের পা স্পর্শ করা যাবে না।

কেঊ যদি তার বাবা মাকে সম্মান বা শ্রদ্ধার বিষয় মনে করে মাথা না ঝুকিতে পায়ে হাত দিয়ে কদমবুচি করে -তাহলে তা সংস্কৃতিভাবে ঠিক হতে পারে।কিন্তু তা শরিয়ত সম্মতভাবে ঠিক নয়।তাই এসব কদমবুচি করার সংস্কৃতি থেকে নেকি পাওয়া যাবে না।কিন্তু শরীয়তের দৃষ্টিতে সাওয়াব পাওয়ার জন্যে “আসসালাইমু আলাইকুম” বলতে হবে।শরিয়ত সমর্থন করে না এসব বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।অন্যথায় সালামের সাওয়াব থেকে বন্চিত হবো।

(তিরমিজি শরীফ-২৬৯৮,২৭২৭)

বিডি টুডে নিঊজ