ছবি- সংগৃহীত
মার্কিন ও পাশ্চাত্যের মিডিয়ায় মুসলমানদেরকে খুবই নেতিবাচক ভাবে চিহ্নিত করা হয়।দুই রাজনীতি বিজ্ঞানী লাখ লাখ প্রতিবেদন বিশ্লেষন করে এই সিদ্ধান্তে ঊপনিত হয়েছেন।
এসোসিয়েন গ্রোসের আউটলেট দ্য কনভারসেশনে মিডলবারি ও উইলিয়াম এন্ড মেরি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানী ও অধ্যাপক এরিক ব্লিচ ও মরিটস ভ্যান ডার ভিন তাদের সমীক্ষা প্রকাশ করে।তারা বলেন,পাশ্চাত্যের মিডিয়া বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডিয়া আউটলেট ও সংস্হা গুলো প্রতিবেদনের ঊপর তারা সমীক্ষা চালিয়েছেন।তারা দেখেছেন,গত ২৬ বছর ধরে মুসলিমদের ব্যাপারে নেতিবাচক লেখা লেখি হচ্ছে।
গবেষক দুইজন ক্যাথলিক,খ্রীষ্টান ও হিন্দুদের নিয়ে প্রতিবেদনও যাচাই করে দেখেছেন।তারা দেখতে পেয়েছেন,এসব ধর্মের চেয়ে মুসলিমদের নিয়ে প্রকাশিত প্রতিবেদন গুলো অনেক বেশী নেতিবাচক হয়।এটাকে তারা মিডিয়া ক্যু বলে আ্যাখ্যায়িত করেছেন।তারা আরো বলেন,মুসলিমদের কথা গুলোকে পাশ্চাত্যের মিডিয়া অত্যন্ত ভূলভাবে ঊপস্হাপন করে।এই মিডিয়া ইসলামের প্রচার আর প্রসার দেখে ঈর্সান্বিত।তারা জানে,সত্যবাদিতার কারনে এই পৃথিবী একদিন মুসলিমদের অনুকুলে আসবে।এই দুই বিজ্ঞানী আরো বলেন,অন্যান্যে ধর্মালম্বীদের নেতিবাচক দিক পাশ্চাত্যের মিডিয়া গোপন করে।মুসলিম ও ইসলাম পাশ্চত্য মিডিয়ার প্রতিহিংসার শিকার।
তাদের গবেষনায় দেখা গেছে,ঐ তিন ধর্ম নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর ৬০ ভাগ ইতিবাচক আর ৪০ ভাগ নেতিবাচক দিক দেখানো হয়।কিন্তু মুসলমানদের ৮০ ভাগ নেতিবাচক দিক এ সব পাশচাত্যের মিডিয়া ঊপস্হাপন করে।
সূত্র-মিডল ইষ্ট মনিটর
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :